January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 26th, 2023, 8:15 pm

দুর্গাপূজার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে পুনরায় বাংলাদেশ-ভারতের মধ্যে দিয়ে এ আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বন্দর পরিচালনায় নিয়োজিত পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিন ও সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

তিনি আরও জানান, ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

—-ইউএনবি