অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এক নারীর করা ধর্ষণের অভিযোগ উঠেছিল দানুশকা গুনাথিলাকার বিরুদ্ধে। টিম হোটের থেকে শ্রীলঙ্কার এই ব্যাটারকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। তারপর তাকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় তাকে। সম্প্রতি অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন আদালত। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নিযুক্ত স্বাধীন তদন্ত কমিটি এবার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে। বোর্ড মিটিং শেষে তা অনুমোদন দিয়েছে এসএলসি। গত বছর ২২ নভেম্বর গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। একজন নারী তার বিরুদ্ধে সম্মতি ছাড়া জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ করেন।
অস্ট্রেলিয়ায় তাকে ১১ মাসের জন্য ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়। সম্প্রতি ধর্ষণের অভিযোগ থেকে গুনাথিলাকা মুক্তি পান। এবার তার ক্রিকেট ক্যারিয়ার ও জাতির ক্রিকেট স্বার্থ বিবেচনায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া সুপারিশ করে তদন্ত কমিটি। এনিয়ে গত ১৩ অক্টোবর নির্বাহী কমিটির বৈঠক হয়। ভবিষ্যতের সব ধরনের কর্মকা-ে দেশের প্রতিনিধি হিসেবে নিজের মর্যাদা ধরে রাখার ব্যাপারে সতর্ক করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সম্মতি দেয় বোর্ড। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন আর দেশের হয়ে খেলতে বাধা নেই গুনাথিলাকার। গত বছর অক্টোবরে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির বিশ্বকাপে প্রথম রাউন্ডে সবশেষ ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী ব্যাটার।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম