অনলাইন ডেস্ক :
ধুমধাম করে কাল্লু এবং ভুরি নামে দুটি কুকুরের বিয়ে দেওয়া হলো। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের আচার-অনুষ্ঠানের মতোই ছিল সব আয়োজন। রীতিমত বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। জড়ো হয়েছিল আশপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হামিরপুর জেলার সুনখার গ্রামের দ্বারিকা দাস মহারাজের ‘বর’ কুকুর কাল্লু এবং পারচাচ গ্রামের মহন্ত অর্জুন দাসের ‘কনে’ কুকুর ভুরির এই বিচিত্র বিয়েতে অন্তত ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গহনা পরানোও হয়েছে ‘কনে’ কুকুকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেওয়া হলো তা জানা যায়নি। সামাজিকমাধ্যমে বিয়ের এই ভিডিও এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩