January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 7:51 pm

নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন সুনেরাহ

অনলাইন ডেস্ক :

সুনেরাহ বিনতে কামাল। সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেছেন। আর প্রথম সিনেমা দিয়েই জয় করে নিয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর থেকে নিয়মিতই নানান কাজে ব্যস্ত দেখা যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন একটি নতুন ওয়েব ফিল্মে। এর নাম ‘এ্যা নাইট টু রিমেম্বার’। এখানে সুনেরাহর সঙ্গে দেখা যাবে ইয়াশ রোহানকেও। এরইমধ্যে ফিল্মটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। এ ফিল্ম নিয়ে এখনই কেউ মুখ খুলছেন না। তবে অভিনেত্রী সুনেরাহর ইন্সটাগ্রাম স্টোরিতে আভাস মিললো তথ্যের। সেখানে দেখা গেল অভিনেত্রী তার স্টোরিতে এই ওয়েব ফিল্মের স্ক্রিপ্টের ছবি শেয়ার করেছেন। শেয়ার করেছেন শুটিং ইউনিটের একটি ছবিও। সূত্রমতে জানা গেল, দেশীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। এটি নির্মাণ করছেন আবরার আতহার। এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। যৌথভাবে সঙ্গে আছে আয়মান আসিব স্বাধীন। চলতি বছরেই এটি প্রকাশ পবে বলে জানা গেছে।