January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 9:42 pm

নতুন করে দু’টি জেলায় শৈত্যপ্রবাহের বিস্তার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশের নতুন দুই জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। অপরদিকে এক জেলা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ জানুয়ারী) সকালে দেশের সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার (৫ জানুয়ারী) রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর আগে গত মঙ্গলবার নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। একদিনের ব্যবধানে নীলফামারী থেকে দূর হয়েছে শৈত্যপ্রবাহ। তবে রাজশাহী ও যশোরে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। বুধবার (৫ জানুয়ারী) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৯ দশমিক ৫, ঈশ্বরদীতে ১০, বদলগাছীতে ১০, রাজারহাটে ৯ দশমিক ৭, চুয়াডাঙ্গায় ১০ ও যশোরে ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। বুধবার (৫ জানুয়ারী) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছুকিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।