অনলাইন ডেস্ক :
এক সময়ের অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আশরাফ উদাস। তবে গান এখন অনেক কম করেন তিনি। অন্যদিকে চলতি সময়ের ব্যস্ত সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। প্রায় প্রতিদিনই নতুন গান রেকর্ডিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার আশরাফ উদাস ও সালমাকে পাওয়া যাবে একসঙ্গে। নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানের শিরোনাম ‘তোর হবো আমি’। দেলোয়ার আরজুদা শরফের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সাউন্ডটেকের ব্যানারে দ্রুতই গানটি প্রকাশ হবে। আশরাফ উদাস বলেন, গানটির কথা-সুর বেশ মনে ধরেছে আমার। গাইতে গিয়েও ভালো লেগেছে। আমার বিশ্বাস গান পাগল শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। সালমা গানটি নিয়ে বলেন, গানটির কথা-সুর এক কথায় অসাধারণ। শুনেই ভালো লেগে গিয়েছিল। আর শ্রদ্ধেয় আশরাফ উদাসের সঙ্গে গাইতে পেরেও ভালো লাগছে। সব মিলিয়ে গানটি শ্রোতারা পছন্দ করবেন বলেই বিশ্বাস। এদিকে সালমা বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত তিনি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব