অনলাইন ডেস্ক :
নতুন বছরে প্রথম গানে কণ্ঠ দিলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমী আক্তার সালমা। ‘একদিন কাঁদবা তুমি’ শিরোনামের গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফারুক শিমুলের সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘স্টেজ শো’র ব্যস্ততার কারণে সম্প্রতি নতুন গান কম হয়েছে। এ গানের মধ্য দিয়ে নতুন বছরের গান শুরু করেছি। নতুন বছরের প্রথম গানটি সত্যি দারুণ হয়েছে। কথা ও সুর দু’টিই সবার ভালো লাগবে।’ এন আই বুলবুল বলেন, ‘নতুন বছরের প্রথম গানটি আমার পছন্দের শিল্পীর কণ্ঠে রেকর্ড করতে পেরে ভালো লাগছে। গানের কথায় শ্রোতারা ভিন্নতা পাবেন। আশা করছি গানটি সবাই উপভোগ করবেন।’ শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন সালমা।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত