অনলাইন ডেস্ক :
এরইমধ্যে বেশকিছু কাজ করেই প্রশংসিত হয়েছেন চলতি প্রজন্মের গ্ল্যামারাস অভিনেত্রী শারমিন আঁখি। সবশেষ ‘বলি’ ওয়েব সিরিজে সুরি বাড়ির একজন খোঁড়া নারীর ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। ২০১০ সালে নার্গিস আক্তারের ‘ভালোবাসা কি করে ভালো হয়’-তে অভিনয় করেন আঁখি। এরপর ধারাবাহিকভাবে বেশকিছু কাজ করে গেছেন। বিশেষ করে ধারাবাহিক নাটকে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে দেবাশিষ বড়ুয়া দ্বীপের ‘ঘটক বাকি ভাই’, ‘চার কন্যা’, আশাপুর্ণা দেবীর বালুচুরি উপন্যাস অবলম্বনে ‘অপরাজিতা’, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে ‘মধ্যবর্তিনী’, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘রৌদ্র ছায়ার খেলা’, বাশার জর্জিজের পরিচালনায় ‘গ্রামের নাম সুবর্ণপুর’, সালাউহদ্দিন লাভলুর নির্মাণে ‘মাই নেম ইজ ব্যাড’ প্রভৃতি। এছাড়াও ‘ইতি তোমারই ঢাকা’ এবং নোমান রবিনের ‘এ কোয়ার্টার মাইল কান্ট্রি’ ছবিতে অভিনয় করেছেন আঁখি। কাজ করেছেন বাংলাদেশ ও ভারতের যৌথ কোলাবরেশনে নির্মিত অরিজিত মুখার্জির ‘শেডো’ এর মূল ভূমিকায়। সিনেমা, নাটক ও ওয়েবে- প্রতিটি মাধ্যমেই কাজ করার অভিজ্ঞতা হয়েছে এই গ্ল্যামার কন্যার। এবার নতুন যাত্রা শুরু করেছেন তিনি। নিজের অভিনীত তিন নম্বর ছবি করছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘কোনো এক কালে’। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তালাত আহমেদ ও উত্তম কুমার। পরিচালনা করছেন তালাত আহমেদ। ঢাকার বাইরে এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটি নিয়ে শারমিন আঁখি সংবাদমাধ্যমকে বলেন, এ ছবির গল্প চমৎকার। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। গ্রামের অন্তঃকোন্দলে জড়িয়ে গিয়ে এক নারীর সংগ্রাম আর প্রতিকূলতার চরিত্রে দেখা যাবে আমাকে। তবে গল্প কিংবা চরিত্রের বিস্তারিত এর বেশি বলা নিষেধ আছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঢাকায় বাইরে যে জায়গায় শুটিং হচ্ছে তার নাম বলতে পারছি না। প্রচ- শীত এখানে। শীতের তীব্রতা বেশি। এর মধ্যেই শুটিং করছি আমরা। টানা শুটিং চলবে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত। আমার মনে হয় দর্শক খুব ভালো একটি চলচ্চিত্র পেতে যাচ্ছেন। এদিকে নতুন ওয়েব সিরিজ, নাটক ও চলচ্চিত্র নিয়েও কথা চলছে বলে জানালেন শারমিন আঁখি। ব্যাটে-বলে মিললে করে ফেলবেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত