January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 8:32 pm

নাইট রাইডার্সের নতুন অধিনায়ক নারিন

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী আসরে লস এঞ্জেলস নাইট রাইডার্স নামে দল কিনেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলের অন্যতম সদস্য ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনিল নারিন। এবার নতুন নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন এই ক্যারিবিয়ান তারকা। আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে মেজর লিগের প্রথম আসর। লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন আইপিএল ও জাতীয় দলে নারিনের সতীর্থ আন্দ্রে রাসেলও। এছাড়াও দলটির হয়ে খেলবেন লকি ফার্গুসন, জেসন রয়, রাইলি রুশো, মার্টিন গাপটিল এবং অ্যাডাম জাম্পা সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

দলটির অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নারিন। তিনি বলেন, ‘নাইট রাইডার্স যেখানেই খেলুক না কেন, আমি তাদের প্রতিনিধিত্ব করার কথা বলেছি। আমরা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে কথা বলেছি এবং আমি আনন্দিত যে অবশেষে এটা ঘটছে। দলের অধিনায়ক হিসাবে, আমার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’