January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 5th, 2022, 7:53 pm

নাকফুল সিনেমায় আদরের সঙ্গী পূজা

অনলাইন ডেস্ক :

ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন নায়ক আদর আজাদ। চলচ্চিত্রে নাম লিখিয়ে একের পর এক নতুন সিনেমার খবরে তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বুবলীর নায়ক হিসেবে ধামাকা নিয়ে বড় পর্দায় অভিষিক্ত হবেন তিনি। সম্প্রতি আবারো নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আদর। এ সিনেমার নাম ‘নাকফুল’। এখানে তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আলোক হাসান। জানা গেছে, আজ বুধবার থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রথম দিনেই অংশ নেবেন আদর-পূজা। শ্রীমঙ্গলে একটানা ২০ দিন ‘নাকফুল’ সিনেমার শুটিং হবে। এরপর ঢাকা দিয়ে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই চমৎকার একটি গল্প। গ্রামের সহজ সরল প্রতিবাদী একটি যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম থাকে রাজু। গ্রামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারপর তার সঙ্গে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। আশা করি, এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’ আদর-পূজা ছাড়াও নাকফুল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য নির্মিত হচ্ছে জানালেন আলোক হাসান। বর্তমানে আদর আজাদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘যাও পাখি বলো তারে’, ‘লাইভ’, ‘চিৎকার’, ‘তালাশ’সহ বেশ কয়েকটি সিনেমা। এ ছাড়া তার হাতে রয়েছে বজলুর রাশেদ চৌধুরীর ‘পোড়া অন্তর’ ও ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা দুটি।