অনলাইন ডেস্ক :
টিভি নাটকের জনপ্রিয় নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার। রোববার তিনি টিভি নাটকের তিন সংগঠন থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন কচি। তিনি লিখেছেন, ‘ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট ইক্যুইটি (অভিনয়শিল্পী সংঘ), নাট্যকার সংঘ-এই তিন সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ কারণ হিসেবে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘বিপদে আপদে পাশে দাঁড়ানো হলো সংগঠনের অন্যতম কাজ। সে সংগঠনগুলো যদি পাশে না দাঁড়ায় তার সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন আছে কী? অপ্রয়োজনে থাকার দরকার কী?’ জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এ নাট্যব্যক্তিত্ব। সম্প্রতি তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। দ্রুততম সময়ে ব্লক অপসারণে অপারেশনও করতে হয় তাকে। কিন্তু পুরো সময়টায় তার দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে কোনো সাড়া বা সহযোগিতা না পাওয়ার অভিমান থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই অভিনেতা জানান, ফেসবুকের মাধ্যমে অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব সংঘকে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা অনুযোগ নেই। প্রয়োজন মনে করছি না এসবের সঙ্গে যুক্ত থাকার। কেউ নেই সেটাই মানতে চাই। কেউ আছে ভেবে অহেতুক পেইন নিতে চাই না।’ কচি খন্দকার তার শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, চিকিৎসকের পরামর্শে তিন মাসের বিশ্রামে আছেন তিনি। সুস্থ্য হলেই কাজে ফিরবেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত