নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কার্যালয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় কেউ হতাহত না হলেও কার্যালয়ের মূল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম অভিযোগ করেন যে স্থানীয় নেতা মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত ৯টার দিকে কার্যালয়ের ভেতরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করার সময় অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, ‘আমাদের দলের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে নিজেদের রক্ষা করেন।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান যে তারা এ ব্যাপারে কারো কাছ থেকে কোনো অভিযোগ পাননি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম