January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 7:19 pm

নাটোরে রাস্তা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা, আটক ২

ফাইল ছবি

নাটোরের সিংড়া উপজেলায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নীলছড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুলসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত ছকির শেখ (৫৬) ওই গ্রামের মৃত দবির শেখের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম বলেন, যাতায়াতের রাস্তা নিয়ে ছকির শেখের সঙ্গে ছাত্রলীগ নেতা আশরাফুলের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল রড দিয়ে ছকিরকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গিয়ে আব্দুর রহিম নামে অপর এক গ্রামবাসী পিটুনির শিকার হন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আশরাফুল ও তার সহযোগী বরকত আলীকে আটক করে।

—ইউএনবি