বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধকে সামনে রেখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লায় একটি ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা ব্যর্থ করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগের হক বাজার সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেললাইনে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুর্বৃত্তরা ফতুল্লার কোতালেরবাগে রেললাইনে একটি ভারী লোহার পাত লাগিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করে।
স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইন থেকে লোহার পাতটি সরিয়ে ফেলে।
তিনি বলেন, নাশকতার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার