নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গাড়ির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টাকালে ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার নগরীর কালিরবাজার এলাকায় স্থানীয় ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মনিরুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে র্যাব-১১ এর দুটি দল টহল দিচ্ছিল। এ সময় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন চর বাউশিয়া এলাকায় একটি দল যানজটে আটকা পড়ে।’
র্যাবের উপ-পরিচালক বলেন, ‘র্যাবের গাড়িটিকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে একদল সশস্ত্র ডাকাত সেটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতরা গাড়িতে হামলা চালায়। জবাবে সাদা পোশাকের র্যাব সদস্যরা ধাওয়া করে চক্রের নেতাসহ আটজনকে আটক করে।’
তিনি বলেন, ‘এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০টির বেশি ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি