January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 6:57 pm

নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার শাহপরান রুবেল (৪০) উপজেলার পাঠানটুলী নতুন আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে।

শুক্রবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী নতুন আইল এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে বাড়ির ভাড়াটিয়া তানিয়া (২৩) নামে এক তরুণীর গলাকাটা লাশ পাওয়া যায়। নিহত তানিয়া বড়গুনা আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শাহপরান রুবেল ও অজ্ঞাত তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শাহপরাণ রুবেলকে গ্রেপ্তার করা হয়।

—ইউএনবি