ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩ জনসহ ৭ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুল ইসলাম আশিক, আবদুল জব্বার জয়, বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। এদের মধ্যে ‘জিয়া গেস্ট ইন’ হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন র্যাবের হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে।
বিকেলে তারা সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন