January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 13th, 2021, 5:20 pm

নিজ ভুবনে ফিরছেন মারিয়া নূর

অনলাইন ডেস্ক :

শোবিজের দর্শকপ্রিয় মুখ মারিয়া নূর। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকের নজরে এসেছেন তিনি। নিজের অবস্থান শক্ত করেছেন বিজ্ঞাপনে কাজ করে। মারিয়া নূর একাধারে একজন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী। উপস্থাপনা তার প্রথম অগ্রাধিকার, প্রিয় জায়গা। আবারও প্রিয় জায়গায় ফিরছেন মারিয়া নূর। ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টেলিভিশন শো’-এর উপস্থাপনায় দেখা যাবে তাকে। ‘স্ট্রেইট ড্রাইভ’ নামের একটি অনুষ্ঠানে ভিন্নভাবে দেখা যাবে মারিয়া নূরকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে তার সঙ্গে থাকবেন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মো. রফিক, তারিক আজিজ খানসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। আলোচনা হবে ক্রিকেট নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। নিজ ভুবনে ফেরা প্রসঙ্গে মারিয়া নূর বলেন, ‘অনেক বেশি ভালো লাগছে, আমি আমার সেই প্রিয় জায়গাটাতে ফিরছি। মাঝের কিছুটা সময় অভিনয় নিয়ে ছিলাম। গত বিশ্বকাপেও আমি সঞ্চালনা করছিলাম। আগের অনুষ্ঠানগুলোতে আমি প্রি-ম্যাচ, পোস্ট ম্যাচ কিংবা মিড ব্রেক অনুষ্ঠান করেছি কিন্তু এবারের ডিজাইনটা একটু আলাদা, সময়ও বেশি থাকছে।’ মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন মারিয়া নূর। গেল ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সিরিজটি। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসান জনি। এ ছাড়া গেল ঈদে মাসুম শাহরিয়ারের ‘লা পেরুজের সূর্যাস্ত’ নাটক দেখা গেছে তাকে। উপস্থাপনার পাশাপাশি অভিনয় নাকি দুটি সমানতালে? উত্তরে মারিয়া বলেন, ‘উপস্থাপনার পাশাপাশি অভিনয়। দুটি সমানতালে কখনোই হবে না। কারণ উপস্থাপনা আমার প্রথম অগ্রাধিকার।’