অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের মাটিতে বিশেষ সম্মান পেলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার নামে হলো মাঠের নামকরণ। শনিবার লেস্টারে গিয়ে গাভাস্কার নিজেই সেটার উদ্বোধন করেন। ইউরোপের মাটিতে এর আগে কোনো ভারতীয় ক্রিকেটারের নামে ক্রিকেট মাঠের নামকরণ হয়নি। তবে আমেরিকার কেন্টাকিতে এবং তানজানিয়ার জানজিবারে গাভাস্কারের নামে মাঠ আছে। লেস্টারে ভারত স্পোর্টস অ্যান্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে একটি ক্রিকেট মাঠের বাম বদলে গাভাস্কার ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে আছেন লন্ডনের দীর্ঘদিনের সাংসদ কিত ভার্জ। তিনিই গাভাস্কারকে এই বিশেষ সম্মান দেওয়ার উদ্যোগ নেন। তার আমন্ত্রণেই শনিবার গাভাস্কার স্বয়ং লেস্টারে উপস্থিত ছিলেন। মাঠের সামনে নিজের একটি গ্রাফিতিরও উদ্বোধন করেছেন লিটল মাস্টার। গ্রাফিতির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। মাঠটির উদ্বোধনের পর গাভাস্কারকে ‘গার্ড অফ অনার’ দেন স্থানীয় ক্রিকেটাররা। লিটল মাস্টার সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলেন। উদ্বোধন মঞ্চে আবেগপ্রবণ গাভাস্কার বলেন, ‘এটা আমার কাছে বিশেষ সম্মান। আমার নাতি-নাতনিরা ক্রিকেট খেলে না, ওরা ক্রিকেট পছন্দ করে না। ওরা জানে যে ওদের দাদু ধারাভাষ্য দেয়। কিন্তু এরপর যদি কখনও ওরা ইংল্যান্ডে আসে, এসে এই মাঠটি দেখে, তাহলে জানবে আমি ক্রিকেটটা খেলতামও। ‘
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল