প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, ব্রিটেনের ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে দেশে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার টাইপের গণতন্ত্র অনুসরণ করি। ব্রিটেনের মতো আমরা নির্বাচন করব। হ্যাঁ, আমরা উদারতা (নমনীয়তা) দেখাতে পারি যে সংসদে এমপিদের (অন্যান্য বিরোধী দল) মধ্য থেকে কেউ যদি নির্বাচনকালীন সরকারে যোগদানের ইচ্ছা প্রকাশ করে, আমরা তাদের নিতে প্রস্তুত।’
একথায় তিনি সংসদের বিরোধী দলের এমপিদের কথা বোঝাতে চেয়েছেন।
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে বিরোধী দল বিএনপির সাতজন সংসদ সদস্যই সংসদ থেকে পদত্যাগ করেন।
শেখ হাসিনা বলেন, ‘এখন তারা (বিএনপি) সংসদে নেই। সুতরাং, তাদের সম্পর্কে চিন্তা করার কিছু নেই।’
গত ২৫ এপ্রিল থেকে ৯ মে মাস পর্যন্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার সাম্প্রতিক ত্রিদেশীয় সফরের ফলাফল নিয়ে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকার সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
হাসিনা বলেন, তার সরকার ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে এ ধরনের উদারতা দেখিয়েছিল এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ওই নির্বাচনকালীন সরকারে তার দলের প্রতিনিধিত্ব করতে বলেছিলেন, কিন্তু তিনি তা করেননি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন তারা (বিএনপি) সংসদে নেই। সুতরাং, তাদের সম্পর্কে চিন্তা করার কিছু নেই।’
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী