অনলাইন ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে ভালো খেলার পুরস্কার পেলেন নিশিতা আক্তার। অফ স্পিনের ভেলকি দেখিয়ে প্রথমবার ডাক পেলেন জাতীয় দলে। একই লিগে সামর্থ্যরে ঝলক দেখানো শরিফা খাতুনের সামনেও খুলল আন্তর্জাতিক মঞ্চের সম্ভাবনার দুয়ার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ অফ স্পিনার নিশিতা ও অফ স্পিন অলরাউন্ডার শরিফা। এর বাইরে দলে ফিরেছেন মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা। সবশেষ এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন লতা ম-ল, ফারজানা হক, দিশা বিশ্বাস। ওই আসরে স্ট্যান্ডবাই তালিকা থাকা সালমা খাতুনকে এবারও রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। সবশেষ প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে ৭ ইনিংসে ওভারপ্রতি স্রেফ ২.৯৭ রান খরচায় ১৪ উইকেট নেন নিশিতা।
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ১০ ওভারে ৬ মেডেনসহ স্রেফ ৫ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নির্বাচক সাজ্জাদ আহমেদ জানালেন, প্রিমিয়ার লিগ ছাড়াও সালমার জায়গায় বিকল্প হিসেবে দেখার জন্যও নেওয়া হয়েছে নিশিতাকে। “নিশিতা অফ স্পিনার, (প্রিমিয়ার লিগে) বিকেএসপির হয়ে খেলেছে। সে দারুণ বোলার। এখন টি-টোয়েন্টিতে আমরা তাকে দেখতে চাচ্ছি কেমন করে। আমরা এই সিরিজে নিশিতাকে দেখব। সালমাও আমাদের নজরে আছে।” লিগের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া চক্রের হয়ে ৭ ইনিংসে ওভারপ্রতি ২.৯৮ রান দিয়ে ৬ উইকেট নেন শরিফা। তারকাসমৃদ্ধ লাইন-আপে স্রেফ দুই ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ হয় তার। শেষ দিকের ব্যাটিংয়ে বাড়তি শক্তি পাওয়ার আশায় শরিফার অন্তর্ভুক্তি কথা জানালেন সাজ্জাদ। “শরিফা খাতুন অফ স্পিন অলরাউন্ডার। অফ স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটিং করতে পারে। নিচের দিকে আমাদের যদি বাড়তি ব্যাটার লাগে, তাহলে সে কাজটা করে দিতে পারে।” গত মে মাসে শ্রীলঙ্কা সফরে সবশেষ খেলেন বাঁহাতি পেসার ফারিহা।
দুই ম্যাচে স্রেফ ১ উইকেট পাওয়ার পর জায়গা হারান তিনি। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। ওই সফরের ভাবনায় ফেরানো হয়েছে ২১ বছর বয়সী পেসারকে। “(ফারিহা ইসলাম) তৃষ্ণাও সম্প্রতি খুব ভালো বোলিং করছে। ক্রমেই অনেক উন্নতি হচ্ছে। আমাদের চোখ আছে মূলত দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে আমাদের বাড়তি পেসার লাগবে অনেকগুলো। আমরা ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে চাচ্ছি কার কী অবস্থা।” বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান মুর্শিদাকে ফেরানোর ব্যাখ্যাও দেন সাজ্জাদ।
“মুর্শিদা খাতুন ওপেনিংয়ের জায়গাটা পূরণ করবে। সে যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। সবশেষ কিছু ম্যাচে মিডল অর্ডারেও ব্যাটিং করেছে। এ ছাড়া সে (অনুশীলনে) ভালো ব্যাটিং করছে এখন।” এছাড়া টি-টোয়েন্টি হওয়ায় ফারজানা, লতা, দিশাদের বাদ দেওয়ার কথা বলেছেন সাজ্জাদ। ওয়ানডে সিরিজের বিবেচনায় তারা থাকবেন জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। দিবা-রাত্রির সবগুলো ম্যাচ শুরু বিকেল সাড়ে ৪টায়। পরে মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর। সকাল সাড়ে ৯টায় শুরু খেলা। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নিগার সুলতানা (উইকেটরক্ষক, অধিনায়ক ), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সাথী রানি।
নতুন মুখ: শরিফা খাতুন, নিশিতা আক্তার নিশি
দলে ফিরলেন: মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা
বাদ পড়লেন: লতা মন্ডল, ফারজানা হক, দিশা বিশ্বাস
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম