January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 6th, 2023, 9:27 pm

নিষেধাজ্ঞার মুখে পিএসজির ৪ ফুটবলার

অনলাইন ডেস্ক :

মাঠ ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। সবশেষ দুই ম্যাচেই জয়ের দেখা নেই ফরাসি চ্যাম্পিয়নদের। ইউরোপ সেরার লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে বড় ব্যবধানে। এরই মাঝে খবর এসেছে, নিষেধাজ্ঞা পেয়েছে দলটির চার ফুটবলার। সমকামবিরোধী শ্লোগানের সঙ্গে যুক্ত থাকায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আশরাফ হাকিমি, উসমান দেম্বেলে, কোলো মুয়ানি ও লেভিন কুরজাওয়া। লিগ দে ফুটবল প্রফেশনেল (আইএফএল) তাদের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৪ সেপ্টেম্বর লিগ ওয়ান মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে লক্ষ্য সমকামবিরোধী শ্লোগান দেয় পিএসজির সমর্থকরা। ফরাসি গণমাধ্যম জানায়, এই স্লোগানে পিএসজির খেলোয়াড়রাও যুক্ত ছিল। যেকারণেই এই চারজনকে শাস্তি দেওয়া হয়েছে। এবারের মৌসুমের শুরুটা নিজেদের মতো করতে পারেনি পিএসজি। সাত ম্যাচে মাত্র তিন জয়ে ১২ পয়েন্টে তালিকার পাঁচে আছে দলটি। চ্যাম্পিয়নস লিগে শুরুর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেও নিউক্যাসলে বিধ্বস্ত হয়েছে কিলিয়ান এমবাপ্পেরা। এএফপি