অনলাইন ডেস্ক :
ইসলামিক স্টেট বা আইএস বৃহস্পতিবার সংগঠনটির নেতা আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি এবং এ জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র আবু হামজা আল-কুরাইশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশিকে সংগঠনের নতুন প্রধান বলে ঘোষণা করেছে আইএস। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কুরাইশি ছিলেন একজন আলেম এবং সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর সদস্য। তিনি দুই বছরের বেশি সময় আইএসকে নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কুরাইশি নিহত হন বলে সে সময় জানিয়েছিল মার্কিন প্রশাসন। আত্মঘাতী বোমা বিস্ফোরণে পরিবারের সদস্যেরাসহ কুরাইশির মৃত্যুর হয় বলে মার্কিন প্রশাসন দাবি করেছিল। ২০১৯ সালে একই ধরনের অভিযানে সহিংস সুন্নি মুসলিম গোষ্ঠী আইএসের দীর্ঘদিনের নেতা আবু বকর আল-বাগদাদিকে হারানোর দুই বছর পর ৪৫ বছর বয়সা কোরাইশির মৃত্যু ছিল সংগঠনটির জন্য আরেকটি বিপর্যয়কর ধাক্কা। তবে, আইএস কখনোই মার্কিন প্রশাসনের বক্তব্যকে অস্বীকার বা নিশ্চিত করেনি। এবং আইএসের নতুন মুখপাত্র আবু উমর আল মুহাজির পূর্বে ধারণ করা বক্তব্যে গত বৃহস্পতিবার বলেছেন কুরাইশি সর্বশেষ যুদ্ধ করেছেন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকার ঘুয়ারান কারাগারে। হাসাকার ঘুয়ারান কারাগারের কর্মকর্তারা সে সময় জানিয়েছিলেন, আইএস তাদের সদস্যদের কারাগার থেকে মুক্ত করার জন্য জানুয়ারিতে হামলা চালালে কমপক্ষে ২০০ কারাবন্দি ও জঙ্গির পাশাপাশি ৩০ জন নিরাপত্তাকর্মী নিহত হন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩