January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 7:22 pm

নেত্রকোণায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এএসআইসহ নিহত ২

নেত্রকোণার কলমাকান্দায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, নেত্রকোণা পুলিশ লাইনস্ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও মোহাম্মদ ইনচান উদ্দিন (৩০)। হতাহতদের বাড়ি শেরপুরের নকলা উপজেলার পোলাবেশ গ্রামে।

স্থানীয়দের বরাতে নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা সাত শহীদের সমাধিস্থল ঘুরে বেড়ানোর পর তারা একটি মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় গুরুতর আহত সুমন মাহমুদকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, লাশ কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

—ইউএনবি