January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 7:52 pm

নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার

নৌকাবাইচ দেখতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবচরে নৌকাডুবিতে চাচা-ভাতিজাসহ নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের সেতুর কাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন-কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০), ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে নিহত সিফাতের ভাতিজা মো.ইয়াছিন (৭)।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু জানান, বুধবার সকালে ব্রিজের কাছে দু’জনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করা হয়।

গত ১৯ সেপ্টেমর বিকালে হোসেনপুরের সিদলা ইউনিয়নের সাহেবেরচর পুরাতন ব্রহ্মপুত্র নদে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে নৌকাডুবি ঘটনা ঘটলে তারা নিখোঁজ হন।

—-ইউএনবি