অনলাইন ডেস্ক :
তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের প্রথম দুই সংসার ভাঙনের পর এবার তৃতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের সুর। খুব শিগগিরই স্বামী স্যাম আজগারির সঙ্গে ডিভোর্স হতে চলেছে এই গায়িকার। ইতোমধ্যেই নিজের বাগদানের আংটিও খুলে ফেলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রিটনির ওপরে প্রতারণার অভিযোগ তুলেছেন স্যাম। স্ত্রীর পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছে তিনি। বিষয়টি নিয়ে মারাত্মক ঝামেলা হয় দুজনের মাঝে। শুধু তাই নয়, তাদের ঝামেলা গড়ায় হাতাহাতিতে। এরপরই স্যাম ঠিক করেন, ব্রিটনিকে ডিভোর্স দেবেন তিনি।
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতোমধ্যেই ব্রিটনির স্বামী স্যাম বাড়ি ছেড়ে চলে গেছেন এবং অন্য জায়গায় আলাদা থাকতে শুরু করছেন। কয়েক মাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন তিনি। তবে বিচ্ছেদের পর ব্রিটনির থেকে আর্থিক সুবিধা পেতে পারে স্যাম। যদিও এখনই সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। জানা গেছে, ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। পরে ২০২২ সালের জুন মাসে বিয়ে করেন এই তারকা দম্পতি। একই বছরের এপ্রিল মাসে ব্রিটনি জানান, মা হতে চলেছেন তিনি। কিন্তু মে মাসে ব্রিটনি-স্যাম যৌথ এক বিবৃতেতে ঘোষণা দেন, তাদের অনাগত সন্তান মারা গেছে। এ ঘটনায় খুব ভেঙে পড়েছিলেন তারা। এই সবকিছুর পর আগস্ট মাসেই দুজনের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে চারিদিক।
এর আগেও দুইবার বিয়ে করেছিলেন ব্রিটনি। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই বিয়ে। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা। সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত