January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 19th, 2023, 7:46 pm

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আতশবাজি-ফানুস নিষিদ্ধ: ডিএমপি

বড়দিন (২৫ ডিসেম্বর) ও নববর্ষ (৩১ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদার করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এই সময়ে মিছিলে মশাল না আনার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এর আগে ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে সরকার।

—-ইউএনবি