খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন ওয়াপদা রাস্তার ওপর নির্মিত পানি সরবরাহের সুইচ গেটটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গেট সংলগ্ন এলাকা ভেঙে যাওয়ায় সেখান থেকে জোয়ারের পানি ঢুকে অন্তত ৩-৪ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। একই অবস্থা বিরাজ করছে পাশের হাড়িভাঙ্গা এলাকায়।
চলতি বর্ষা মৌসুম ও জোয়ারে অতিরিক্ত পানির চাপকে সামনে রেখে নানা আশঙ্কার দানা বেঁধে উঠেছে স্থানীয়দের মধ্যে। তারা জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় মূলত এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রবীর রায় জানান, তিনি বিষয়টি নিয়ে চেয়ারম্যান ও ওয়াপদা অফিসের এসও কে জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
সোলাদানা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান গাজী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে কাজ করার ব্যবস্থা নেয়া হবে।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার