January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 26th, 2023, 8:55 pm

পাক কূটনীতিকের গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা

বাংলাদেশে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকারকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান স্বপরিবার।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল খাঁতিহাটা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আজ দুপুরে ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর তার স্ত্রী রেহেনা সরওয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখার ও মেয়ে হুদা আব্বাস খোখরকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন।

এ সময় গাড়িটি চালাচ্ছিলেন কূটনীতিক।

তাদের বহনকারী গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সৌভাগ্যক্রমে, গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তারা আহত হননি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ বাসের চালক হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে এবং বাসটি জব্দ করেছে।

পরে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা অন্য একটি গাড়িতে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা করা হবে।

তবে এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

—ইউএনবি