অনলাইন ডেস্ক :
পাক প্রধানমন্ত্রী ইমরান খান খুব করে চেয়েছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলুক। দুবাইয়ের শিরোপা মঞ্চে যেতে মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। কিন্তু ভাগ্যদেবী যে তার সেই চাওয়া পূরণ করেনি! পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অবশ্য তার চাওয়া পূরণ না হলেও বাবর আজমদের প্রতি হতাশ নন। বরং কঠিন এই সময়ে পাকিস্তান টিমের পাশেই থাকছেন তিনি। একটা সময় এই পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। তার হাত ধরে এসেছে প্রথম ওয়ানডের শিরোপাও। আবার নিজের খেলোয়াড়ি জীবনে এই দলকে নিয়ে কঠিন সময়ও পার করেছেন। তাই বাবর আজমদের সবার মানসিক অবস্থা ইমরান খানের চেয়ে আর কে ভালো জানবে? সে কারণে টুইট করে বাবরদের প্রতি সহানুভূতি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে, এই মুহূর্তে বাবরদের ভেঙে পড়তে দিতে চান না তিনি, ‘বাবর আজম ও দলকে বলছি: এই মুহূর্তে তোমরা কেমন অনুভব করছো আমি তা জানি। কারণ মাঠে একই ধরনের হতাশায় ডুবে যাওয়ার সঙ্গে আমারও পরিচয় আছে। তবে তোমরা যে মানের ক্রিকেট খেলেছো এবং জয়ের পর বিনয় দেখিয়েছো, তাতে তোমাদের গর্ব করা উচিত।’ পাশাপাশি অস্ট্রেলিয়া দলকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম