অনলাইন ডেস্ক :
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠেননি তিনি। পোলার্ডের অনুপস্থিতিতে নিকোলাস পুরান টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন। আর ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন শাই হোপ। পাকিস্তান সফরে পোলার্ডের স্থলাভিষিক্ত হয়েছেন ডেভন থমাস। আর টি-টোয়েন্টি দলে পোলার্ডের জায়গায় রভম্যান পাওয়েলকে নেওয়া হয়েছে। এই সময়ে ত্রিনিদাদে পুনর্বাসনে থাকবেন পোলার্ড। তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ফিরতে পারবেন কি না চূড়ান্ত হবে সিরিজ শুরুর আগ দিয়ে। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে সফর করবে ক্যারিবীয়রা। ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর