January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 9th, 2024, 8:11 pm

পাকিস্তানের নির্বাচনে ইমরানের দলের প্রার্থীরা এগিয়ে

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ২০০টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৮৬টি আসনে জয়লাভ করেছেন।

অন্যদিকে ৫৯টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪৪টি আসনে।

শুক্রবার ১০টার মধ্যে ফল ঘোষণা শেষ করার কথা ছিল নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে ইমরানের দলের প্রার্থীদের জয়ের খবর আশা শুরু করলে ফল ঘোষণা গতি ধীর করে দেয় নির্বাচন কমিশন।