অনলাইন ডেস্ক :
মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ৫নং ফেরিঘাটে যানবাহনসহ একটি ফেরি ডুবে গেছে। বুধবার সকাল ৯ টা ৩৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. রায়হানুল জানান, ‘রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ‘আমানত শাহ’ নামে ফেরিটি যানবাহন লোড করে পাটুরিয়ার ফেরিঘাটে নোঙর করার সময় এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফেরিতে থাকা কিছু লোক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন