বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদীতে বৃহস্পতিবার রাতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আলাউদ্দিন মিলন।
ওসি জানান, বরিশাল নগরীর অ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরি থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি পান্ডব নদীর উপজেলার আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান,দুর্ঘটনাকবলিত ট্রলারটিতে দুজন যাত্রী ছিল। তারা সাতরে তীরে উঠেছেন। এর মধ্যে একজন সামান্য আহত হয়েছে। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২