জেলা প্রতিনিধি, পাবনা :
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শশিক্ষার্থীদের ৮ম পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
পাবনা ক্যাডেট কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি হাউসের শুভ উদ্বোধন করেন। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলে আয়োজিত পরে কুচকাওয়াজ প্রদর্শন বৃরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মেজর জেনারেল টি এম জোবায়ের, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, পাবনা ক্যাডেট কলেজের অধ্য, শিকগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি