January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 1:07 pm

পাবনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার সদরে ট্রাকটাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাবনা-পাকশী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫২) ও বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)। তারা দুজনই ব্যবসায়ী।

হেমায়েত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, শনিবার রাতে একটি ট্রাক দ্রুত গতিতে পাবনার দিকে যাচ্ছিল। উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাকেল আরোহী নিহত হন। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্তকর্তা।

—ইউএনবি