জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর সরদার পাড়ায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘ক’ অঞ্চলের সদস্যরা।
আটককৃত জাহাঙ্গীর সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর সরদার পাড়ার রাজু মিয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।
শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী উজ্জ্বল পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ক অঞ্চলের উপপরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন যে, বলরামপুরে একটি চক্র ফেনসিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চিহ্নিত চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে।
দুপুরে আটককৃত জাহাঙ্গীর ও তার সহযোগী উজ্জ্বলের বিরুদ্ধে মাদক আইনে পাবনা সদর থানায় একটি মামলা দেয়া হয়েছে। পলাতক উজ্জ্বল কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ