অনলাইন ডেস্ক :
চুরি করা তেল নিয়ে যাওয়ার সময় পারস্য উপসাগর থেকে ১ কোটি ১০ লাখ লিটার তেলসহ একটি ট্যাংকার জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার এক প্রধান নির্বাহী কর্মকর্তা মোজতবা ঘাহরেমানি বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের পারস্য উপসাগরের উপকূল থেকে আইআরজিসির সদস্যরা ক্যাপ্টেন ও ক্রুসহ জাহাজটি আটক করেন।ঘাহরেমানি জানান, আইআরজিসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে আটক করা বিদেশি জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তবে জাহাজটি কোন দেশের বা কোন পতাকাবাহী সে বিষয়ে কিছু জানাননি তিনি।ইরানি এই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাহাজটি থেকে উদ্ধার করা জ¦ালানি তেলের বর্তমান বাজার মূল্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ইরানি রিয়াল বা প্রায় ৬ কোটি ৬০ লাখ ডলার। গত কয়েক দিন ধরে ইরানের জলসীমার ধারে কাছে ঘুরছিল ট্যাংকার জাহাজটি। এই সময়সীমায় ইরানের স্থানীয় কিছু লাইটার জাহাজ ও নৌযান থেকে তেল এই জাহাজটিতে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের মধ্যে কারা এই পাচারের সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে গত কয়েক বছরে দুর্বল হয়ে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা ইরানি রিয়ালের দামও কমে গেছে। সেই সঙ্গে দেশটির উপকূলীয় অঞ্চল দিয়ে ব্যাপকভাবে বাড়ছে জ¦ালানি তেলের চোরাচালান। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের দায়ে গ্রেপ্তার হওয়া ক্যাপ্টেন ও ক্রুদের কারাদ- ও জরিমানা করা হবে। সেই সঙ্গে আটক জাহাজটিও ইরান সরকারের হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩