January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 8:42 pm

পুনরায় নির্বাচিত হওয়ায় ম্যাক্রোঁকে মোদির শুভেচ্ছা

টানা দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সোমবার এমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ম্যাক্রোঁকে ‘বন্ধু’ অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রী টুইটারে বলেন, ‘দিল্লি এবং প্যারিসের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করতে ফরাসি নেতার সাথে কাজ করার জন্য উন্মুখ ।’

মোদি লেখেন, ‘আমার বন্ধুকে অভিনন্দন। এমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হচ্ছেন! আমি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’

আগামী সপ্তাহে মোদি পাঁচ দিনের সফরে ইউরোপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২ থেকে ৬ মে পর্যন্ত প্রস্তাবিত সফরে তিনি ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রবিবার কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লা পেনকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ।

—ইউএনবি