অনলাইন ডেস্ক :
এবার সিনেমার পর্দায় জুটি বাঁধবেন অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার। এর মাধ্যমে তাদের ভক্তরা নতুন কিছু পাচ্ছেন। মানুষের জীবনের অজানা গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘কুরবান’। এরইমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভিন্ন ধারার গল্পে নির্মিত সিনেমা ‘কুরবান’। শৈবাল মুখোপাধ্যায় নির্মিত এ সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকারকে। লম্বা দাড়ি-গোঁফ, পাজামা ফতুয়া পরে হাসানের চরিত্রে অঙ্কুশ ও গ্রামের সাধারণ বাড়ির বউ হিজলের চরিত্রে প্রিয়াঙ্কার লুক আগেই প্রকাশ্যে এসেছিল।
এবার সিনেমা ট্রেলার মুক্তি পেল। ‘কুরবান’ সিনেমার গল্পজুড়ে মানুষের কথা উঠে আসবে। জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতে অজানা জানা যাবে। এ সিনেমায় দেখা যাবে সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান। সিনেমা সম্পর্কে নির্মাতা বলেন, ‘সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রায়ণের জন্য যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখদুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে।
একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে।’ তিনি আরও বলেন, ‘গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত, মুসলিম বউ, যে তার নিজের কথা বলতে পারে। যার নিজের স্বপ্নের জগৎ আছে। সৌভাগ্যবশত গল্প শোনার পর তারা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এরপর শুটিংয়ে, সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।’ হাসান হিজল ছাড়াও ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন। এর আগে অঙ্কুশ ও প্রিয়াঙ্কা একসঙ্গে ‘বিবাহ অভিযান’ ও ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করবেন।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব