January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 30th, 2021, 7:51 pm

প্রকাশ্যে চঞ্চলের ‘মুন্সিগিরি’

নিজস্ব প্রতিবেদক:

২০১৬ সালের ৩০শে সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির পর দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। ঠিক পাঁচ বছর পর একইদিনে এই নির্মাতা-অভিনেতা জুটি হয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’ নিয়ে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দেশের নতুন প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে ফিল্মটি। কথাসাহিত্যিক শিবব্রত বর্মণের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে পুলিশি তদন্ত প্রক্রিয়ার রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। যেখানে চঞ্চলকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সির চরিত্রে। ইতোমধ্যে ওয়েব সিনেমাটির ট্রেলারেই আভাস পাওয়া গেছে যে নানা রহস্য আর উত্তেজনায় ভরপুর থাকার। চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন পূর্ণিমা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম আর মুন্সির স্ত্রীর চরিত্রে শবনম ফারিয়া। ছবিটি প্রযোজনা করেছেন মাহজাবিন রেজা চৌধুরী। এই ওয়েব ফিল্মটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল। তিনি বলেন, অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে এরআগে একটা দারুণ কাজের অভিজ্ঞতা ছিল। এবারের কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। এদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে ভারতীয় ওয়েব প্ল্যাটফরম হইচইয়ের ব্যানারে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করেছেন।