অনলাইন ডেস্ক :
অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির লুক। সামাজিক মাধ্যমে দীপিকার লুকের টিজার শেয়ার করেছেন শাহরুখ খান। ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে মারতে তার বুলেটের প্রয়োজন নেই! পাঠান ছবিতে দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি আসছে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।’ দীপিকার প্রথম ঝলক দেখে ‘পাঠান’ দেখার আগ্রহ যেন আরও বেড়ে গেছে ভক্তদের। তবে কেউ কেউ বলছেন, এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরবেন শাহরুখ। তাই ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উত্তেজনাও বেশি। ‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভ‚মিকায়। প্রধান খলনায়কের ভ‚মিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত