January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 7:35 pm

প্রতিটা ফ্রেমেই বোল্ড মনামী ঘোষ

অনলাইন ডেস্ক :

বয়সটা যেন তাঁর কাছে কোনও বিষয়ই নয়। বছর যতই এগিয়ে যাক, ক্যালেন্ডার যতই পাতা উল্টোক, কলকাতার যেন হট মালাইকা মনামী ঘোষ। একের পর এক আকর্ষণীয় ছবি সামাজিক দুনিয়ায় মুহূর্তে ভাইরাল। ঠিক যেন বার্বি ডল, বলিউডে মালাইকাও ঠিক এ কী ভাবে উষ্ণতা ছড়াচ্ছেন। বয়স যেন এদের কাছে কোনও বিষয়ই নয়। সিনেমা থেকে দূরে, অথচ গ্ল্যামার দুনিয়ায় হট লিস্টে থাকা মনামী শরীরে ভাঁজেই ঝড় তুলছেন নেট দুনিয়ায়। গত বৃহস্পতিবার সকালে মনামী একটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই এক নারীভক্ত লিখেছেন, দেখে এলেম তারে, সাত সাগরের পারে। মনামীর দুটো প্রধান বিশয় বেশি আকর্ষণীয়। এক তাঁর নাচ আর দুই তাঁর লুক। টলিউডের বার্বি গার্ল বললে খুব একটা ভুল করা হবে না। বর্তমানে তেমনই ইমেজ মনামীর। রিয়ালিটি শো-এর মধ্যে দিয়ে তিনি দর্শকদের ড্রইং রুমে স্থান করে নিয়েছেন। পর্দায় এখন তাঁর নিত্য উপস্থিতি। মনামী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মধ্যেই ছবি শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। প্রতিটা ফ্রেমেই বোল্ড তিনি। কখনও হট লুকে ডান্স মুভ, কখনও আবার বর লোকের বেটি লো, মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে ভক্তমহলে। প্রতিটা ফ্রেমেই বোল্ড তিনি। ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি, মডেলিং পার্ফেক্ট ফিগার মনামী, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বয়স যেন কোথাও গিয়েছে থেমে।