অনলাইন ডেস্ক :
প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে চীন। গত মঙ্গলবার তাকে বরখাস্ত করার খবর দিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত জুনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকেও বরখাস্ত করা হয়েছিল। বুধবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শাংফু গত দুই মাস জনসাধারণের দৃষ্টির আড়ালে ছিলেন। গত মঙ্গলবার তাকে বরখাস্ত করার খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। তিন মাস আগে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকেও বরখাস্ত করা হয়েছিল। তিনিও এক মাসের বেশি সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, লি শাংফুকে কেন সরানো হয়েছে, তার কারণ জানা যায়নি। এমনকি তার স্থানে কাউকে স্থলাভিষিক্ত করা হয়েছে কিনা তাও বলা হয়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্য অনুসারে, শাংফুকে স্টেট কাউন্সিলর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কেন তাকে অপসারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মার্চেই চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন শাংফু। এই হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনিই সবচেয়ে কম সময় ছিলেন।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার