অনলাইন ডেস্ক :
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রান করে ফেললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার হারারেতে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতেই বাংলাদেশ অধিনায়ক এই মাইফলক ছুঁয়ে ফেলেন। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নবম। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার (৫ আগষ্ট) প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে এই সংস্করণে ২২৮ ম্যাচে তামিমের রানসংখ্যা ছিল ৭৯৪৩। অর্থাৎ, ওয়ানডেতে আট হাজার রানের দেখা পেতে আর ৫৭ রান দরকার ছিল। সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ৮৮ বলে ৯ চারে ৬২ রান করেছেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ৫৪ নম্বর ওয়ানডে ফিফটি করা তামিমের রান এখন ৮০০৫। তামিম শুধু আট হাজার রানেই দেশে প্রথম নন, এর আগে এই ফরম্যাটে চার, পাঁচ, ছয় এবং সাত হাজার রানের মাইলফলকেও তিনিই প্রথম পৌঁছে গিয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ করেছিলেন তামিম। এরপর পাঁচ হাজার, ছয় হাজার, সাত হাজারের পর আট হাজার রানের রেকর্ডেও তিনিই প্রথম।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম