অনলাইন ডেস্ক :
হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার কথা মুমিনুল হকের। তবে প্রথম চার দিনের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক। পারিবারিক কারণে তিনি এখনও যোগ দেননি দলের সঙ্গে। কোভিড আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। পারিবারিক কারণে এই ম্যাচ থেকে ছুটি নেন মুমিনুল। এ দিনই অবশ্য তিনি চট্টগ্রাম পৌঁছাবেন। তবে টিম হোটেলে দুই দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। দ্বিতীয় চার দিনের ম্যাচে তিনি খেলবেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, মুমিনুল-মিরাজের বদলে আপাতত দলে কাউকে যোগ করা হয়নি। এইচপি স্কোয়াডের বাড়তি ক্রিকেটারদের নিয়ে সমন্বয় করে এই ম্যাচ চালিয়ে নেওয়া হবে। কোভিড পরিস্থিতিতে ‘এ’ দল ও এইচপি দলের বিদেশ সফর কিংবা বিদেশি দলের সঙ্গে সিরিজ আয়োজন করতে না পারায় এই দুই দলের মধ্যেই সিরিজ খেলাচ্ছে বিসিবি। দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন মুশফিকুর রহিমও। আগে ঘোষণা করা দলের সঙ্গে মুশফিক ছাড়াও তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ আরও কয়েকজনকে যোগ করা হবে বলে জানালেন প্রধান নির্বাচক।
আগে ঘোষণা করা বাংলাদেশ ‘এ’ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু এক দিনের ম্যাচের জন্য)।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল