অনলাইন ডেস্ক :
ইউক্রেনে পুতিন বাহিনীর আগ্রাসনকে বিশ্ব বিবেকের প্রতি অপমান বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রায় এক বছর পর জাতিসংঘের সাধারণ বৈঠকে এ নিন্দা জানান তিনি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানান বিবিসি। আজ শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিকে সামনে রেখে জাতিসংঘের মহাসচিব বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এই পরিস্থিতি অন্যান্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। যুদ্ধ সমাধান নয় উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইউক্রেনীয়, রাশিয়ান ও বিশ্বের সব মানুষের শান্তি প্রয়োজন। এদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, পশ্চিমাদের অভিযুক্ত করেছে বলেন, তারা কোনো মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গোটা বিশ্বকে যুদ্ধে জড়াতে চায়। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, গত বছরে ধরে চলা রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের ২০ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৬ জন নিহত এবং আরও ১৩ হাজার ২৮৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এছাড়াও প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে। ২৪ ঘণ্টায় ৭৯০ রুশ সেনা নিহত: ইউক্রেন গত ২৪ ঘণ্টায় রাশিয়ার প্রায় ৭৯০ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। এক বছর ধরে চলা এই যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাশিয়ার ১ লাখ ৪৫ হাজার ৮৫০ সেনা নিহত হয়েছেন। খবর বিবিসির। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কুপিয়ানস্ক, লিম্যান, বাখমুট, আভদিভকা এবং শাখতারস্ক শহরের বিভিন্ন স্থানে রাশিয়ার প্রায় ৮০টি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে ইউক্রেন বা রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছে সে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পারমাণবিকসহ যে কোনো অস্ত্র দিয়ে নিজেদের রক্ষার অধিকার রয়েছে মস্কোর। মার্কিন এলিটরা ধরা ছোঁয়ার বাইরে থাকবে, তা বিবেচনা করা উচিত হবে না বলেও সতর্ক করেন তিনি। বতর্মানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তা রাশিয়ার পরাজয় নিয়ে আসতে পারে। কিন্তু কৌশলগত নিরাপত্তা ইস্যু ভিন্ন বিষয়। সাবেক এই রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন এই পদক্ষেপ ভুল। যেহেতু রাশিয়ার পরাজয় চাইছে মার্কিন প্রশাসন। তাই নিজেদের রক্ষায় পারমাণবিকসহ যে কোনো অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস