January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 29th, 2021, 8:09 pm

প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন করোনা আক্রান্ত প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থাতেও প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা পালনে তিনি পিছু হটেননি। বিশেষভাবে তৈরি কাচের বাক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমানের দেহে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিভিন্ন অসুস্থতাজনিত কারণে দীর্ঘ সময় হাসপাতালে থাকা এই প্রেসিডেন্ট বর্তমানে করোনা থেকে সেড়ে উঠতে চিকিৎসা নিচ্ছেন। এরই মাঝে গত রোববার দেশটির মধ্য ডানপন্থী জোটের নেতা পেট্র ফিয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মিলোস জেমান। আর করোনা পজিটিভ হওয়ায় কাচের বাক্সের ভেতরে বসেই প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পেট্র ফিয়ালা চেক প্রজাতন্ত্রের পাঁচটি মধ্য ও মধ্য ডানপন্থী দলের একটি ব্লকের নেতৃত্বে রয়েছেন। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে এই ব্লকটি জয়লাভ করে। নব নিযুক্ত প্রধানমন্ত্রী ফিয়ালা আগামী মাসের মাঝামাঝি সময়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।