January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 27th, 2023, 7:28 pm

প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া মারা গেছেন

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে রামপুরার নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সাংবাদিকতা জীবনে শাহজাহান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।

—-ইউএনবি