অনলাইন ডেস্ক :
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। দেশজুড়ে ছড়িয়ে থাকা দর্শকরাও তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন। তবে এবার প্রকাশ্যে এলো প্রভার অন্য এক প্রতিভা। প্রথমবারের মতো ‘আমি শুনেছি সেদিন তুমি’ শিরোনামে গানটি গেয়েছেন তিনি। মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এর ভিডিও সম্পাদনা করেছেন এসএম তুষার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সেই গান উন্মুক্ত করেছেন প্রভা। প্রভা গণমাধ্যমকে বলেন, ‘আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোট বেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগত না আমার। তাই গান নিয়ে আর আগানো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করত। গান গাওয়ার উৎসাহ দিত।’ প্রভার কথায়, ‘রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এখন দেখা যাক, মানুষ কীভাবে নেয়।’ গানটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গত ২২ অক্টোবর।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব